23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অন্ধ্রপ্রদেশে বাংলার ছাত্রী মৃত্যুর তদন্ত ভার নিল সিআইডি

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ১৬ জুলাই অন্ধ্রপ্রদেশে পড়াশোনা করতে গিয়ে হোস্টেলের ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় বাংলার ছাত্রী রীতি সাহার। পরিবারের অভিযোগ, তাদেরকে খুন করা হয়েছে। পাশাপাশি হস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে পরিবার। এবার এই ঘটনায় তদন্ত ভার নিল সিআইডি

    সূত্রের খবর , অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকে পড়াশোনা করতে গিয়েছিল টালিগঞ্জের ছাত্রী রীতি সাহা। হঠাৎ করে সে ১৪ জুলাই রাত এগারোটা নাগাদ ছাদ থেকে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ১৬, জুলাই মৃত্যু ঘটে তার। এই ঘটনায় পরিবারের অভিযোগ, হস্টেল কর্তৃপক্ষ এবং অন্ধ্রপ্রদেশ পুলিশ এই ঘটনাটিকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করছে। কিন্তু আদতে এটা একটি পরিকল্পনা মাফিক খুন। এই বিষয়ে সেখানকার থানায় অভিযোগ দায়ের করতে গেলে জোর করে আত্মহত্যার মুচলেকা লেখিয়ে নেবার চেষ্টা করে পুলিশ, এমনটাই দাবি পরিবারের। পরে কোথায় সাহায্য না পেয়ে রীতির পরিবার অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে‌ মামলা দায়ের করে।

    ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রীতির পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর গত রবিবার হোস্টেল কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে খুনের অভিযোগে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্তে নামল সিআইডি

    অন্যদিকে মঙ্গলবার মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, এই বিষয়ে তদন্ত হোক কোনো প্রভাব ছাড়া, কোনো কিছুর কাছেই নতি স্বীকার না করে। আশা করি এই বিষয়ে রাজ্যের পুলিশ ভালো ভূমিকা নেবে। মৃত ছাত্রী তো ফিরবে না। তবে দোষীরা যেন শাস্তি পায় এটাই কাম্য।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img