23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ডান্ডিয়া নেচে চমকে দিলেন মুখ্যমন্ত্রী!

    নিজস্ব প্রতিনিধি, কোলকাতা – এদিন ধনধান্য স্টেডিয়ামে জৈন সমাজের অনুষ্ঠানে যোগ দেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে পাগড়ি উপহার দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “জৈন সমাজের মানুষদের তিনি শুভেচ্ছা জানান। সর্বধর্মকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে নিয়েই আমাদের সমাজ”।

    একই সাথে এদিন বলেন, “পরেশনাথ মন্দিরের সমস্যার সমাধান করা হয়েছে। আপনাদের আরও ১০ লক্ষ টাকা দেওয়া আছে। কি কাজ করবেন আমায় জানাবেন? যতটা সাহায্য করা যায়, আমি করব। আপনাদের কোন বড় অনুষ্ঠানে আমাকে ডাকলে আমি আসব”।

    তবে এদিন মুখ্যমন্ত্রী চমক দেন ডান্ডিয়া নাচ করে। সকল মহিলাদের সাথে এদিন তালে তাল মেলান মুখ্যমন্ত্রী। নাচ নিয়ে বলেন, “আমি নাচটা জানতাম না, কিন্তু তিন স্টেপের পর পা মেলাতে পেরেছি। আমার অনেক দিনকার ইচ্ছা ছিল, ডান্ডিয়া নাচার। আজ তা পূরণ হল”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img