নিজস্ব প্রতিনিধি , কলকাতা – দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদের ঘরে পা রাখল চন্দ্রযান-৩। বুধবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। আর তা ঘটার সঙ্গে সঙ্গে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা দেশ। শুভেচ্ছার বন্যা বইছে চারিদিকে। ইতিমধ্যেই চন্দ্রযান-৩ এর অবতরণের পর ইসরোর বিজ্ঞানীসহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তার সঙ্গে যোগ হল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে ভারত কতটা এগিয়েছে, হাতেকলমে প্রমাণ দিলেন আমাদের বিজ্ঞানীরা। মহাকাশের সুপার লিগে নাম উঠল ভারতের।’ পাশাপাশি তিনি অভিনন্দন জানিয়েছেন, আর্কিটেক্ট এবং স্টেক হোল্ডারদেরও। ভারতের এই সাফল্যের মুহূর্তে, সকলকে উদযাপনে সামিল হতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পূর্ব নির্ধারিত সময়ের বেশ কয়েক সেকেন্ড আগেই ল্যান্ড করে চন্দ্রযান-৩। আর চাঁদের মাটিতে অবতরণ করার পরেই পর ইসরোর সঙ্গে সংযোগ স্থাপন করে বিক্রম। ইতিমধ্যেই বেশ কিছু ছবিও পাঠিয়েছে সে। এমনটাই খবর ইসরো সূত্রে। এবার প্রজ্ঞান রোভার নামার অপেক্ষা। ইসরো সূত্রে জানা গেছে, এই প্রজ্ঞান রোভারটি ৫০০ মিটার পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে হেঁটে সেখানকার জল এবং বায়ুমণ্ডল সম্পর্কে জানাবে ইসরোকে।
উল্লেখ্য , ২০১৯ এর অধরা স্বপ্নকে ২০২৩ এ পাওয়া গেল। চন্দ্রযান -১ ও চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর এবছর গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই চন্দ্রযান-৩। এরপর ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সবশেষে দুবার ব্যর্থতার পর এবার সাফল্যের মুখ দেখল ইসরো তথা গোটা দেশবাসী। সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত।