নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পরিবর্তন করা হোক পশ্চিমবঙ্গ দিবসের দিন। এই মর্মে এবার বিধানসভায় প্রস্তাব আসতে চলেছে। এই নিয়েই এবার নবান্নের সভাকক্ষে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ আগস্ট সর্বদল বৈঠক ডেকেছেন তিনি। তবে এই বৈঠকে কোন কোন দল উপস্থিত হয় সেটাই এখন দেখার।
সূত্রের খবর , ২০ জুন নয়, পয়লা বৈশাখ রাতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় সেই নিয়ে প্রস্তাব রাখতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে বিধানসভায় একটি কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কমিটির উপদেষ্টা ছিলেন ইতিহাসবিদ সুগত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন,ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
কিন্তু ২০ জুন তারিখটি পরিবর্তনের দাবি উঠল কেন? এই নিয়ে বিশেষজ্ঞ মহলের দাবি, ১৯৪৭ সালে ২০ জুন ভারত ভাগের বিষয়টি আলোচনায় আসে। ভোট হয় অখন্ড ভাগের পক্ষে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ নামে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে তৎকালীন অখন্ড ভারত। আর সেই দেশভাগের যন্ত্রনা আজও বিরাজমান। তাই কোনো ভাবেই ওই দিন আনন্দের হতে পারে না। পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের আনন্দে পশ্চিমবঙ্গের মানুষ সামিল হতে পারে না। তাই যাতে ওই দিন পশ্চিমবঙ্গ দিবস পালন না করা হয় সেই প্রস্তাব আনতে চলেছে রাজ্য।
তবে বৈঠকটি সর্বদলীয় হলেও মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে কোনো দলকে আলাদা ভাবে আমন্ত্রণ জানানো হবেনা। সেদিন বিকেল চারটা নাগাদ বৈঠক ডাকা হয়েছে। এই নিয়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, আমার কাছে এখনও কোনো আমন্ত্রণ পত্র আসেনি। আসলে ভাববো সত্যিই বৈঠকে যাবার মতো কোনো গুরুত্ব আছে কি না।