23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    হলো স্যার! আবার প্রলয় সিনেমার চমকে চমকে গেলেন খোদ মুখ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সদ্যই মুক্তি পেয়েছে ‘আবার প্রলয়’। আর তারপর থেকেই চর্চায় রয়েছে এই সিনেমা। অনবদ্য গল্প, চরিত্র আর অভিনেতাদের অভিনয়, সব মিলিয়ে বেশ ধামাকাদার উপস্থাপন করেছে ‘আবার প্রলয়‘। নজর কেড়েছে অনিমেষ দত্তে রূপে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়। তবে এই সিনেমায় আর একটি চমক হল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রস সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের অভিনয়। ‘করালিবাবু’ রূপ নিয়ে যিনি বিশেষ ভাবে নজর কেড়েছেন দর্শকের। তবে শুধু দর্শকের নজর কেড়েছেন বললে ভুল হবে। ভুয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    করালি বাবু রুপে দুর্নীতি আর অন্যায় দেখেও অন্ধ সেজে থাকা সেই পুলিশ অফিসারের অভিনয় করেছেন মুখ্যমন্ত্রীর দফতরের সেচমন্ত্রী। আর লোকের মুখে ‘হ্যালো স্যার’ দিয়ে প্রশংসা পাচ্ছেন। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে আসার পর সেচমন্ত্রী পার্থ ভৌমিককে ‘হ্যালো স্যার’ বলে ডেকে ওঠেন সংবাদমাধ্যম কর্মীরা। সেই কথা নজর এড়িয়ে যায়নি মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় তিনি পার্থকে বলেন, “আমি তোমার কাজের কথা শুনেছি পার্থ। শুনলাম কাজ ভালো হয়েছে। এত দায়িত্ব নিয়েও কাজ করে যে এ সব করা গেছে, জেনে ভালো লাগল।’’

    মুখ্যমন্ত্রী একথা বলার পরেই পা ছুঁয়ে আশির্বাদ নেন পার্থ। অন্যপাশ থেকে কেউ একজন মু্খ্যমন্ত্রীকে ‘আবার প্রলয়’ তে সেচমন্ত্রীর অভিনয় দেখার পরামর্শ দেন। তখন মমতা বলেন, “আমাদের মধ্যে থেকে কেউ যদি শিল্প, সাহিত্য জগতে ভালো কাজ করতে পারে, তাতে আমার আনন্দই হয়।” তবে সেচমন্ত্রী যে শুধু এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন এমন নয়। থিয়েটারেরও বেশ হাত পাকা তার।

    প্রসঙ্গত , পার্থ ভৌমিক যে কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন তা ঘুনাক্ষরেও জানতে দেননি মু্খ্যমন্ত্রীকে। পরিবারের সঙ্গে চার দিন সুন্দরবনে ছুটি কাটাতে যাবেন বলে ছুটি নিয়েছিলেন। আর সেই চারদিনেই শুটিং সেরে আবার ফিরেও এসেছিলেন সেচমন্ত্রী। আর তাতেই কার্যত কামাল করে দিলেন পার্থ। লোকের মুখে মুখে এখন শুধুই ‘হ্যালো স্যার’। তবে সিরিজে অভিনয় করার জন্য পরিচালকের কাছে ফোন পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন সেচমন্ত্রী। সময় দিতে পারবেন কিনা এই ভেবে। অবশেষে সময়ও পেলেন আর কামালও করলেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img