23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এবার আর ৫০-৬০ নয় , পুজো কমিটিদের জন্য ৭০ হাজার টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আর তার আগেই বড়ো ঘোষণা মমতার। এবার আর ৫০ বা ৬০ নয়, একেবারে ৭০ হাজার করে টাকা পেতে চলেছে রাজ্যের পুজো‌ কমিটিগুলো। মঙ্গলবার পুজো কমিটির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    অনুদান ঘোষণা করতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনুদান ঘোষণা করলে তো আবার কোর্টে চলে যাবে কেউ কেউ। আমি জানি কিছু কিছু আরশোলা বসে আছে বাইরে। বলবে আমরা ক্লাবগুলোকে কিনতে চাইছি। কালকেই জনস্বার্থ মামলা ঠুকে দেবে’। 

    পাশাপাশি তিনি আরও বলেন, “ক্লাবগুলোকে টাকা দেবার কারন হচ্ছে তারা সরকারি প্রকল্পের প্রচার করে। আর সেই প্রচার সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে কাজে লাগে। প্রথমে আমরা শুরু করে ছিলাম ২৫ হাজার টাকা দিয়ে। কোভিডের কারণে ক্লাবগুলো সঙ্কটে পড়েছিল। তাই ২০২১ সালে আমরা দিয়েছিলাম ৫০ হাজার টাকা করে। তার পর গত বছর ৬০ হাজার টাকা করে দিয়েছিলাম।

    তবে এরপর তিনি খানিকটা মজার ছলেই বলেন মুখ্যমন্ত্রী বলেন, “এখন কোভিড নেই। এবার তাহলে হাফ করে দিই?” পরে অবশ্য ৭০ হাজার টাকা দেবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া পুজো কমিটিগুলোর বিদ্যুতের বিলেও রাজ্য সরকারের তরফে দুই তৃতীয়াংশ ছাড়ের করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

    উল্লেখ্য , গত বেশ কয়েকবছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অনুদান পাচ্ছে রাজ্যের পুজো কমিটিগুলি। গত বছরেও এই অঙ্কটা ছিল ৬০ হাজার। প্রায় ৪২ হাজার পুজো কমিটি ৬০ হাজার করে অনুদান পেয়েছে। তাহলে সেক্ষেত্রে মোট টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ২৫০ কোটিরও বেশি। অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির উপর প্রশ্ন তুলে হাইকোর্টে হয়েছিল জনস্বার্থ মামলা। এই পরিস্থিতিতে এই বছরেও ফের বাড়লো অনুদান। এরজন্য রাজ্যের কোষাগার থেকে যেতে চলেছে প্রায় ২৮০ কোটি টাকা‌।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img