23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নবান্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের মা-বাবা, দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ২৫ দিন পার। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকেই। এই পরিস্থিতিতে নবান্নে মু্খ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন মৃত ছাত্রের বাবা ও মা। ছাত্র মৃত্যুর ঘটনার পর পরই মু্খ্যমন্ত্রী তাদের সঙ্গে ফোনে কথা বলেন। এদিন ফের আবার তাদের নবান্নে আসতে বলার অনুরোধ জানান মু্খ্যমন্ত্রী। সেই কথা মতোই সোমবার নবান্নে পৌছালেন মৃত ছাত্রের বাবা ও‌ মা।

    সূত্রের খবর, ছাত্র মৃত্যুর তদন্তের অগ্রগতির বিষয়ে মু্খ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মৃত ছাত্রের বাবা মা। আগেই তাঁরা দোষীদের চরম শাস্তির দাবি করেছিলেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিই করবেন বলে জানা গেছে। এছাড়াও মু্খ্যমন্ত্রী তাদের সুবিধা অসুবিধার কথা জানতেও ডেকে পাঠান বলে সূত্রের খবর।

    প্রসঙ্গত, গত ৯ আগস্ট যাদবপুরের মেন হস্টেলের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় বাংলা বিভাগে প্রথম বর্ষের ছাত্রের। এই ঘটনায় উঠে আসে র‌্যাগিং তত্ত্ব। সেইদিন রাতে তার উপর অত্যাচার হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এক ছাত্রের বিরুদ্ধে পুলিশে আটকানোর অভিযোগ ছিল। তাঁকে ইতিমধ্যেই জামিন দিয়েছে আদালত।

    অন্যদিকে, এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের এক অন্য দিক সামনে এসেছে। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অসামাজিক কার্যকলাপ চলত। এমনকি উদ্ধার হয় বস্তা বস্তা মদের বোতল। এরপর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন ওঠে। একপ্রকার বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। তবে তা এখনও কার্যকরী হয়নি। ইতিমধ্যেই এদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত অবস্থা ক্ষতিয়ে দেখতে উপস্থিত হয় ইউজিসির প্রতিনিধি দল। ভবিষ্যতে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img