23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আবার অশান্ত ভাঙড়! আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে আহত বেশ কয়েকজন

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা– অশান্তির বাতাবরণ নিয়ে প্রায়শই শিরোনামে থাকে ভাঙড়। এবার ফের অশান্তির আগুন বইছে সেখানে। শুক্রবার ISFতৃণমূলের সংঘর্ষের ফলে উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের জিনেরগাছা এলাকায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কাশিপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এই এলাকায়।

    সূত্রের খবর, শুক্রবার গাছ বসানোকে কেন্দ্র করে বচসা শুরু হয় তৃণমূল ও আইএসএফের কর্মীদের মধ্যে। এরপর তা হাতাহাতির পর্যায়ে যায়। দুপক্ষেরই বেশ কিছু কর্মী আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। অভিযোগ, তৃণমূলের এক কর্মীর জায়গায় জোর পূর্বক গাছ বসায় আইএসএফের কর্মীরা। প্রতিবাদ করতে এলে তাদের মারধর করে আইএসএফের কর্মীরা।

    এই ঘটনার বিষয়ে আহত তৃণমূল কর্মী মহিউদ্দিন মোল্লার অভিযোগ, “আমাদের জায়গায় জোরপূর্বক গাছ বসিয়েছে ISF কর্মী রায়হান আলী। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে আইএসএফয়ের কর্মীরা আমাদের মারধর করে বলে। আমাদের অনেক কর্মী আহত হয়েছেন। আমরা এর বিচার চাই। কেন আমাদের অত্যাচার করছে আইএসএফ। ইতিমধ্যেই কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছি।”

    অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ISF কর্মী রায়হান আলী জানান , আমার নিজের জায়গায় গাছ বসিয়েছে ওই তৃণমূল কর্মী। গাছ বসানোর সূত্র নিয়ে ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় উভয় পক্ষ কাশিপুর থানায় লিখিত অভিযোগ করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img