23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আজ রাত ১২ টা পর্যন্ত দেখুন, শিক্ষামন্ত্রীকে চরম হুঁশিয়ারি রাজ্যপালের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এবার নয়া মোড় নিল এই দ্বন্দ্ব। গতকাল শিক্ষা দফতরের ডাকা আলোচনাতে রাজ্যের বেশির ভাগ রেজিস্ট্রার অনুপস্থিত ছিল। তাদের ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। এবার এই আবহেই শনিবার শিক্ষা মন্ত্রীকে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। বললেন, মধ্যরাত পর্যন্ত দেখুন কি হয়। তবে এই নিয়ে শিক্ষামন্ত্রীর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

    গতকাল শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালকে ‘পুতুলখেলা খেলছেন’ বলে দাবি করেন। এমনকি তাঁকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনাও করেছিলেন। আর এবার এর প্রত্যুত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমি যা করছি তার জন্য গর্বিত। আমার আচরণে আমি খুশি। মধ্যরাত পর্যন্ত দেখতে থাকুন, কী করতে চলেছি।” তবে কিছুটা হাসির সঙ্গেই তিনি এই কথা বলেছেন। তবে নেহাতই হাসির ছলে নাকি লুকিয়ে আছে রহস্য? আদতে মধ্যরাতে কি হবে সেই দিকের নজর রয়েছে সবার।

    প্রসঙ্গত, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি যে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই, সেখানে নিজেকে উপাচার্য বলে ঘোষণা করেছেন। আর এতেই বেঁধেছে দ্বন্দ্ব। গতকাল রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডেকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গরহাজির ছিলেন ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এরপর তাদের না আসার কারণ জানতে চেয়ে প্রত্যেককে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। এমনকি সোমবারের মধ্যে জবাব দিতে হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। এরপরেই ফের রাজ্যপালের হুঁশিয়ারি। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img