23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চোর সন্দেহে দলিতকে পুড়িয়ে মারার চেষ্টা , যোগীরাজ্যের পর নতুন বিতর্কে তেলেঙ্গানা

    নিজস্ব প্রতিনিধি , লখনউ – যোগীরাজ্যে দলিতদের উপর অত্যাচার নতুন কিছু নয়। এবার তাতে যোগ হল তেলেঙ্গানা। ছাগল চুরির অভিযোগে এক দলিত যুবক এবং তাঁর বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে উলটো করে ঝুলিয়ে দেওয়া হল। এখানেই শেষ নয়। এমনকি নীচে আগুন ধরিয়ে দেওয়া হল। সঙ্গে চলল বেধড়ক মারধর। এমনই একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আতঙ্কে শিউরে উঠছে গোটা দেশ। প্রশ্ন উঠছে দেশের সরকার কি ব্যর্থ দলিতদের সুরক্ষা দিতে? না হলে বারবার তারা আক্রমণে শিকার হয় কেন?

    জানা গেছে , ওই দুজন দলিত যুবক এলাকার একটি খামারে কাজ করত। এরপর গত ১ সেপ্টেম্বর হঠাৎই সেখান থেকে একটি লোহার পাইপ ও একটি ছাগল চুরি হয়ে যায়। মালিকপক্ষ সন্দেহ করে ওই দুই দলিত যুবকই চোর। এরপর তাদের পায়ে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারা হয়। এমনকি নীচে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই আহত যুবকের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা) এবং ৩০৭ (খুনের চেষ্টা) ছাড়াও এসসি, এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা নথিভুক্ত করেছে পুলিশ। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে অভিযুক্ত ব্যক্তি, তার স্ত্রী এবং তাদের ছেলে সহ অন্য একজন।

    এই ঘটনায় বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সরকার দলিতদের সুরক্ষা দিতে অক্ষম। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হিংসা ছড়ানো হচ্ছে। তারই নিদর্শন এই ঘটনা। অবিলম্বে এই হিংসার রাজনীতি বন্ধ করা হোক।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img