নিজস্ব প্রতিনিধি, হাওড়া- পুলিশি হেফাজতে ফের মৃত্যুর ঘটনা। এবার পুলিশি হেফাজতে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার হাওড়ার পাঁচলায় জয়নগর সর্দারপাড়ায়। যুবকের নাম সোমনাথ সর্দার। পরিবারের অভিযোগ করে পুলিশের বেধড়ক পারধরের ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এই অভিযোগে এদিন স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধে নামল। রীতিমত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। ঘটনা স্থলে নামানো হয়েছে র্যাফ। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তাল পাঁচলায়।
সূত্রের খবর, সাত বছর আগের পুরোনো একটি মামলার জেরে মঙ্গলবার সোমনাথকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। এরপর গত বুধবার তাকে আদালতে তোলা। শুনানিতে তার জেল হেফাজত হয়। এরপর হঠাৎই বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ে সোমনাথ। অবস্থার অবনতি হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে পরিবারের অভিযোগ, পুলিশের বেধড়ক মারধরের ফলেই মৃত্যু হয়েছে সোমনাথের। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধে নামেন। রীতিমত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে নেমেছে পুলিশ বাহিনী।
মৃতের দিদি অভিযোগ করেছেন, গত ৩০ তারিখে আমার ভাই সুস্থ ভাইকে মিথ্যা কথা বলে জেলে নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। সুস্থ ছেলে গেল আর মরা হয়ে ফিরে এল। এমনকি আমাদের বলাও হয়নি আগে যে আমার ভাইয়ের শরীর খারাপ। একেবারে মৃতদেহ দেখলাম। পুলিশই মারধর করে আমার ভাইকে মেরেছে।