নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ফের একবার প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা। মেয়েদের জন্য যে দিল্লি কখনোই নিরাপদ নয় সেটা সবার জানা , কিন্তু সাধারণ মানুষ বা চাকরি জীবীদের ক্ষেত্রেও এবার নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দিল্লি পুলিশ। এবার মাঝরাতেই রাজধানী দিল্লিতে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটল। অ্যামাজনের ম্যানেজার হরপ্রীত গিলকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। তবে অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে হামলা চালানো হল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাঝরাতে। দিল্লির ভজনপুরার সুভাষবিহার এলাকায়। এদিন বন্ধু গোবিন্দ সিংয়ের বাইকে করে ফিরছিলেন অ্যামাজনের ম্যানেজার হরপ্রীত গিল। সেই সময় অচিমকা তাদের বাইক আটকায় ৫ জন দুষ্কৃতী। এরপরই শুরু হয় পরপর গুলি। হরপ্রীত গিলের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হরপ্রীতের বন্ধু গোবিন্দ সিংয়ের কানে গুলি লাগে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে।
এদিকে এখনো পর্যন্ত কোনো অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তীব্র আতঙ্কে রয়েছে গোবিন্দ সিং। তার অনুমান দুষ্কৃতীরা তার উপর আবার হামলা করতে পারে। গোবিন্দ সিংয়ের হাংরি বার্ড নামের একটি মোমোর দোকান রয়েছে দিল্লিতে। সেখানকার কর্মীরাও আতঙ্কে রয়েছে এই ঘটনার পর থেকে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রকাশ্য রাস্তায় এমন ভয়াবহ ঘটনার পর থেকে প্রশ্নের মুখে পড়েছে দিল্লি পুলিশ।