নিজস্ব প্রতিনিধি , কলকাতা – চলতি বছরে ভক্তদের হিটের পর হিট বাঙলা ছবি উপহার দিচ্ছেন অভিনেতা দেব। সম্প্রতি মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্তর পরিচালনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গ রহস্য’ উপন্যাসের অবলম্বনে তৈরি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। বলিউড সিনেমাকে টেক্কাও দিচ্ছে দেবের সেই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। সিনেমা হলেই প্রথম প্রকাশ্যে এসেছে ‘বাঘা যতীন‘ সিনেমার প্রি টিজার। যা চমকে দিয়েছে দেব হেটারদেরও।
দেব ও রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে সবার কাছে। ব্যোমকেশ হিসেবে দেব সত্যিই নজর কেড়েছেন। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমা হলেই প্রথম ‘বাঘা যতীন’ সিনেমার প্রি টিজার সামনে এসেছে। গত ১৪ই আগস্ট নিজের ফেসবুকের অফিসিয়াল পেজে সেই ছবি আপলোডে করেন দেব নিজেই। অরুণ রায়ের পরিচালনায় তৈরি হচ্ছে ‘বাঘা যতীন’। যার মূল চরিত্রে দেখা যাবে দেব ও সৃজা দত্তাকে। সৃজাকে আগে ইন্দুবালা চরিত্রে দেখা গেছে। তাই বলার অপেক্ষার রাখে না , বড়ো চমক আসতে চলেছে এবার পুজোতে।
এখানেই শেষ নয় , এরপর আরও চমক নিয়ে সামনে এলো দেব। প্রকাশ করলো ‘প্রধান‘ ছবির পোস্টার। ইতিমধ্যেই শুটিংও শুরু হয়েছে সিনেমার। এদিন সোশ্যাল মিডিয়ায় সেই কথাই জানায় দেব। প্রথমবার বড়পর্দায় দেবের সঙ্গে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকে। আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে এই সিনেমা। এই সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। দেবের এই ছবির পোস্টার দেখে ভক্তরা অভিনন্দন জানিয়েছেন। তারই প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসেই আসছে এই ‘প্রধান’ সিনেমা।