23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ধূপগুড়িতে হার, দায়ভার কার?

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – এবার উত্তরবঙ্গেও ফুটল ঘাসফুল। বিজেপির হাতে থাকা ধূপগুড়ি আসনটি উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল। শক্তঘাঁটি উত্তরবঙ্গেও কি তাহলে আলগা হচ্ছে গেরুয়া শিবিরের রাশ? ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটা কি বিজেপির পক্ষে অশনি সংকেত? উঠছে প্রশ্ন।

    তবে শুধু প্রশ্নই না, এই হারের জন্যে দলের একাংশ সেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার জুটিকে। অনেকের মতে, তাঁদের হটকারিতায় ডুবিয়ে দিল দলকে।

    কিন্তু কেন এই বিষয়টি উঠছে? আসলে, ধূপগুড়ি ভোটের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন আদি বিজেপি নেতা দীপেন প্রামাণিক। আর তাঁদেরকে টক্কর দিতে ভোটের ৪৮ ঘন্টা আগে বিজেপিতে যোগ দেন মিতালি রায়। সেই মিতালি রায়, যিনি কিনা এই কেন্দ্রেরই একসময় বিধায়ক ছিলেন। তাঁকেই গেরুয়া শিবির নিয়ে আসে দলে। অনেকের মতে এই সিদ্ধান্তকে মানতে পারেননি বহু কর্মীই। আর তারই ফল এই হার।

    তাই এবার এই সিদ্ধান্তের কাণ্ডারি যারা তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে নেতৃত্ব।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img