নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। সেই মত ইতিমধ্যেই প্রচারকার্যে নেমে পরেছে রাজনৈতিক দলগুলো। আজ ছিল ভোট প্রচারের শেষ দিন। শেষদিনে ভোটের প্রচারে জলপাইগুড়ি এলেন শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমেই প্রথমে কটাক্ষ করলেন শাসক দলকে। এরপর ধূপগুড়িতে প্রচার সভা করেন।
প্রচার মঞ্চ থেকে এদিন একেরপর তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে।ধূপগুড়িকে আলাদা মহকুমা করার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন,’পিসির মত ভাইপো এখন মিথ্যা কথা বলা শিখে গেছে। শুধু মাত্র ভোট পাওয়ার জন্য ভাইপো মিথ্যা কথা বলেছে। পিসির উচিত গলায় গামছা দিয়ে নমশুদ্র ও মতুয়া ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়া। যা উনি করবেন না , তার প্রতিফলন দেখা যাবে ধূপগুড়ি উপনির্বাচনে’।
এরপরেই তিনি বলেন,’গ্যাসের দাম মোদিজি ২০০টাকা কমিয়েছে , বিরোধী দল হিসাবে উচিত ২০০ টাকা গ্যাসের দাম কমানো। ২০১১সালে বিদ্যুৎতের বিল কত ছিল এখন কত বেড়েছে তা কি উনি দেখছেন না সাধারণ মানুষ বিদ্যুতের বিল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। আর এই রাজ্য তো মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্বেও নারীরা সুরক্ষিত নন।’
অন্যদিকে, ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে স্থানীয় মঙ্গলকাটা চা বাগানের আদিবাসী চা শ্রমিক দেওথান ওরাওয়ের বাড়িতে কলাপাতায় মধ্যাহ্নভোজন করলেন শুভেন্দু অধিকারী সহ দশ জন। এদিন ভোজের মেনুতে ছিল ভেজ ডাল,আলু পটল,আলু পোস্ত,পনির, পাপড়,চাটনি। শুভেন্দু অধিকারী সহ, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, নিশীথ প্রামাণিক সহ মোট ১০ জন রবিবার আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন সারেন। এদিকে মধ্যাহ্নভোজন সেরে বেরোতেই বানারহাট এলাকায় শুভেন্দুকে ঘিরে চোর চোর স্লোগান দিতে দেখা যায় মানুষকে।