নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – কথায় আছে ‘মর্নিং শোজ দ্য ডে’। কিন্তু কখনও কখনও কি সত্যিই তা মেলে। মেলে কখনও কখনও তা প্রবল আকারেই মেলে। আর তার প্রমাণ মিলল ধূপগুড়ির ফলাফলে।
এদিন দিনের শুরুতেই যখন পোস্টল ব্যালটের গণনা শুরু হয় তখনই গণনার মাঝেই জানা যায় তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপির থেকে। পরে অবশ্য সেই মাপকাঠিটা বদলায়। প্রথম থেকে ভালই চলছিল বিজেপির৷ প্রথমে ব্যালট পেপারের ভোটে, তারপর প্রথম ও দ্বিতীয় রাউন্ড- সবেতেই শাসকদলকে ছাপিয়ে গিয়েছিল পদ্মশিবির৷ কিন্তু, তৃতীয় রাউন্ড থেকেই ঘুরে যায় খেলা। তারপর পঞ্চম রাউন্ডে এসে ফের খানিকটা আশার আলো দেখে বিজেপি৷ তবে সপ্তম রাউন্ডের শেষে আবারও বিজেপি-কে টপকে যায় তৃণমূল৷ বাড়ে ব্যবধান। আর শেষমেশ ছক্কা হাঁকিয়ে বিধানসভা পুনরুদ্ধার করল তৃণমূল।
সাম্প্রতিক ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার করলেন তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায়। প্রায় ৪ হাজারের বেশি ভোটে জয়ী হলেন তিনি।
এদিন সকালে নির্দিষ্ট সময়েই শুরু হয় ধূপগুড়ি উপ নির্বাচনের ভোটগণনা৷ সমস্ত বিষয়টি পরিদর্শনের জন্য গণনাকেন্দ্রে উপস্থিত জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক মৌমিতা গোদারা বসু।
এখানে লড়াইয়ে তিন দলের তিন রায়। দক্ষিণবঙ্গের সাগরদিঘি মডেল এবার উত্তরবঙ্গের এই ধূপগুড়িতেও! এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। ধূপগুড়িতে লড়াই ত্রিমুখী। তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি। সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সঙ্গে লড়াইয়ে তৃণমূলের নির্মলচন্দ্র রায় এবং বিজেপির তাপসী রায়। শেষ তিন বিধানসভা ভোটে ধূপগুড়ি দেখেছে তিন রাজনৈতিক দলের জয়।
২০১১ সালে ৪ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয় সিপিআইএম। ২০১৬ সালে ১৬ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল। ২০২১-এ বিজেপি জেতে ৪ হাজার ৩৫৫ ভোটে । ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। হারিয়ে দেন তৃণমূলের মিতালি রায়কে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদের মৃত্যুর কারণেই ধূপগুড়িতে উপনির্বাচন হল। আর সেই উপনির্বাচনেই ফের বিধানসভা পুনরুদ্ধার করল তৃণমূল।