23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রাত পোহালেই ধূপগুড়ি নির্বাচনের ফলাফল

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে ভোট গননার মধ্যে দিয়ে। কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে গননায় কারচুপির আশঙ্কা করছে জলপাইগুড়ি জেলা বিজেপি। যে কারণে আজ ধূপগুড়ি নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভার কৈলাশ সুকদেও পাগাড়ে র সঙ্গে দেখা করে আশঙ্কা প্রকাশ করলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।

    তিনি বলেন, “বিগত পঞ্চায়েত নির্বাচনে গননা কেন্দ্রের ঘটনা গুলি থেকেই এই আশঙ্কা। যে কারনে জেনারেল অবজার্ভারের কাছে বেশ কয়েকটি দাবি রাখা হয়েছে”। তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

    ভোট গ্রহন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। আগামী কাল উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের জলপাইগুড়ির দ্বিতীয় ক্যাম্পাসে গনানার কাজ করা হবে। তবে বিজেপির আশঙ্কা সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের গননার মতো এখানেও প্রশাসন কে কাজে লাগিয়ে কারচুপি করতে পারে শাসক দল। এই আশঙ্কার কথা এদিন নির্বাচন কমিশনের জেনারেল অবজার্ভার কে লিখিত আকারে জানালের সাংসদ। সেই সাথে গননার কাজ যাতে সঠিক ভাবে করা হয় তার জন্য বেশ কয়েকটি দাবিও তুলে ধরেছেন তিনি। যার মধ্যে গননা কেন্দ্রে কেন্দ্রী বাহিনী কে বেশী সংখ্যায় রাখতে হবে।

    যারা গননা কেন্দ্রে ঢুকবেন তাদের বৈধ পরিচয় পত্র সঠিক ভাবে দেখে তবেই ঢুকতে দিতে হবে। খাবার জন্য কর্মীরা গননা কেন্দ্রের বাইরে আসবেন। সেক্ষেত্রেও যাতে আই কার্ড দেখে ঢোকানো হয়। এই রকম বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। সাংসদ জানান, অবজার্ভার আশ্বস্ত করেছেন।তবুও পরিস্থিতির নজর রাখছেন তারা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img