নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – গত ৫ সেপ্টেম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিলো। আর আজকে ৮ সেপ্টেম্বর ভোটের রেজাল্ট ঘোষণা। ইতিমধ্যেই কড়া বেষ্টনীর মধ্যে সকাল আটটা থেকে শুরু হয়ে গেছে গণনা। এখনও পযন্ত এগিয়ে রয়েছে বিজেপি। এখন দেখার জয়ী আসন কি ধরে রাখতে পারবে গেরুয়া শিবির ? নাকি ধূপগুড়িতে উড়বে সবুজ আবির ?
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে অবস্থিত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি রিজিওনাল সেন্টারকে গণনাকেন্দ্র করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে লাগু হয়েছে ১৪৪ ধারা। গণনা কেন্দ্রের প্রথম স্তরে থাকছে সশস্ত্র পুলিশ। দ্বিতীয় পর্যায়ে থাকছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শেষে অর্থাত্ তৃতীয় স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । অর্থাত্ গণনাকেন্দ্র মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ।
গণনা হবে ৯টি রাউন্ডে। দুটি হল মিলিয়ে ২৮ টি টেবিলে চলবে গণনা। আজকে কে ভোটে জয়ের মালা পড়বে সব উত্তর স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টার মধ্যে। তবে পোস্টাল ব্যালট গণনা বাদ দিয়ে দুটি রাউন্ড গণনার শেষে এগিয়ে গিয়েছিলেন বিজেপির প্রার্থী তাপসী রায়। তিনি ২৫৮১ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেলেন 39,096 ভোট। আর বিজেপি প্রার্থী পেলেন 38,736 ভোট। অর্থাৎ বর্তমানে ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।