নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আগামী ৪ মাসের মধ্যে ধূপগুড়ি এলাকাকে আলাদা করে মহকুমা হিসেবে ঘোষণ করা হবে। নির্বাচনী প্রচারে গিয়ে সেখানকার মানুষকে এমনই আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিশ্রুতি রাখলেন মমতা। ধূপগুড়ি হচ্ছে আলাদা মহকুমা
ধূপগুড়িকে আলাদা মহকুমা হিসেবে ঘোষণার দাবি অনেকদিনের ছিল। উপনির্বাচনের প্রচারে গিয়ে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘৩১ ডিসেম্বরের মধ্যে আলাদা মহকুমা হবে ধূপগুড়ি। আমি বলতে পারতাম, একবছর বা দেড় বছরে হবে। আমি বলতে পারতাম কীভাবে করা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমি বলছি হবে, করে দেখাব, প্রতিশ্রুতি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি।’
আর নির্বাচন শেষেই ধূপগুড়িকে মহকুমা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেছেন, ‘ধূপগুড়ি মহকুমা হচ্ছে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেক ভোটের আগে কথা দিয়েছিল, ধূপগুড়ি মহকুমা হচ্ছে। বানারহাটের একটা অংশও তাতে যুক্ত হচ্ছে। পৃথক মহকুমার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমি ফিরে এসে ওটা পাস করে দেব।’