23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ঘৃণা-ধর্মান্ধতার বদলে উন্নয়নের জয় , ধূপগুড়িতে জয়ের পর উচ্ছাসিত বার্তা অভিষেকের

    নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – অবশেষে সবুজ আবির উড়ল জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। প্রায় সাত বছর পর বিজেপির হাতছাড়া হয়ে গেলো ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। প্রায় ৫ হাজার ভোটে জয়ী হয়ে খাতা খুললো শাসকদল। সকাল থেকে জোর টেক্কা দিয়েও শেষবেলায় ধূপগুড়ি হাতছাড়া বিজেপির।

    ২০২১ নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। তবে এবার হলো পট বদল। ১৯৭৭ এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬ তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়। তবে একুশের নির্বাচনে কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। পরে গেরুয়া দলের জয়ী প্রার্থীর মৃত্যুতে উপ নির্বাচন হয় ধূপগুড়িতে। উপ-নির্বাচনেই বাজিমাত জোড়াফুলের।

    এদিন ধুপগুড়ির এই জয়কে ‘মানুষের জয়‘ বলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের এই সাফল্যে উচ্ছ্বাসে তিনি এদিন টুইটে লেখেন,’ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতিকে বেছে নেওয়ার জন্য ধূপগুড়িবাসীকে ধন্যবাদ। জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেক তৃণমূলকর্মীকে স্যালুট জানাই। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে প্রচেষ্টার খামতি রাখব না।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img