23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আরডিএক্স বিস্ফোরণ হয়েছে , দত্তপুকুর কান্ডে পুলিশ-এনআইএ’র আগেই রিপোর্ট পেশ শুভেন্দু

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – রবিবারের সকাল শুরু হয়েছিল দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ দিয়ে। ইতিমধ্যেই ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি , দত্তপুকুরে বাজি কারখানার নামে আরডিএক্স তৈরি এবং মজুত করার কাজ চলছিল৷ সেই কারণেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

    সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসে সাংবাদিকদের সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, “বাজি কারখানায় RDX ব্যবহার করা হয়েছে। যাদের বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে তারা তৃণমূল করত।আজ একটু পরেই বিজেপির ৩০-৪০ জন MLA যাবে জানার পরেই এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুভেন্দু আরও বলেন, স্থানীয়রা শিকার করেছে ওই এলাকায় প্রতিটা দোকান থেকে পুলিশ ৫০ হাজার করে তোলা তুলেছে।”

    শুভেন্দু অভিযোগ করেন, ‘গত কয়েক মাসে রাজ্যে একশোর বেশি মানুষ মারা গিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে বেআইনি বাজি কারখানা বন্ধ করা হবে৷ তারপরেও একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটেছে৷ ওখানে আরডিএক্স ব্যবহার করা হয়েছে৷ রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই৷ নীলগঞ্জ কান্ডে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মুখ্যমন্ত্রী সেই রিপোর্ট কেন বিধানসভায় পেশ করলেন না? রাজ্যপাল ভোর পাঁচটায় বন্দে ভারত এক্সপ্রেস ধরে মালদহ চলে যেতে পারেন৷ বিমানবন্দর থেকে রাতের অন্ধকারে দত্তপুকুর চলে যেতে পারেন৷ মুখ্যমন্ত্রী কী করছেন?’

    প্রসঙ্গত , রবিবার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য–রাজনীতি। এই বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই ২৮৬, ৩০৪, ৩০৮, ৩৪, বিস্ফোরক আইনের ৯ (‌বি)‌ ধারা এবং দমকল আইনের ২৪/২৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে শফিক আলি নামে এক ব্যক্তিকে নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img