নিজস্ব প্রতিনিধি, রাবাত- ভয়াবহ ভূমিকম্পে মূহুর্তের মধ্যে চিত্র পাল্টে গেল উত্তর আফ্রিকার মরোক্কোর। মারাকেচে তীব্র কম্পনে হুড়মুড় করে ভেঙে পড়ল ঘরবাড়ি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৮। এখানেই শেষ নয়। পরপর ১৯ বার আফটার শকে যেন মৃত্যুপুরীর চেহারা নিয়েছে মরোক্কো। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ঘটনায় এবার শোকবার্তা প্রকাশ করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মরক্কোর সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, প্রাথমিক ভাবে জানা গেছে দেশের বিভিন্ন প্রদেশে অন্তত ২৯৬ জনের মৃত্যু হয়েছে। আল হাউজ, মারাকেশ, ওউরজাজাতে, আজিাল, চিকাউয়া এবং তারাউদান্তের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভূমিকম্পের জেরে। পাশাপাশি কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী অঞ্চলের রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাউরা। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে সেদেশের প্রশাসন।
এই পরিস্থিতিতে মরক্কোকে সম্ভাব্য সব রকম সাহায্য করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “ভূমিকম্পের কারণে মরক্কোয় ব্যাপক প্রাণহানি। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই বিপদের দিনে ভারত মরক্কোর জনগণের পাশে আছে। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।”
উল্লেখ্য, মারাকেচের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ছিল এই ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এরপর ১৯ বার আফটার শক। সেগুলোর মাত্র ছিল ৪.৯। ভূমিকম্পের পর মারাকেচের রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে প্রশাসন।