নিজস্ব প্রতিনিধি , কাবুল – ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। দিন কয়েক আগেই শক্তিশালী ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। এদিন কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান সহ উজবেকিস্তানেও। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
সূত্রের খবর , সোমবার সকাল ১০.০৫ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী) নাগাদ পূর্ব আফগানিস্তানের কালাফগানে ভূকম্পন অনুভূত হয়। এই কালাফগান শহর রাজধানী কাবুল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ১৭৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮।
এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পরেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের দাবি , যে এলাকাগুলিতে ভূমিকম্প হয়েছে সেখানে পরিদর্শনে যাবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ওই এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবেন তারা। ইতিমধ্যেই ভূমিকম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করেছেন। তবে যত দ্রুত সম্ভব দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।