নিজস্ব প্রতিনিধি , কলকাতা – জি-২০ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভারত ফিরলো ইন্ডিয়াতেই। অর্থাৎ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার শুরু। আজই প্রকাশ্যে এসেছিল ইন্ডিয়া জোটের প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন। আর সেই দিনক্ষণ প্রকাশ্যে আসার কিছু সময়ের মধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করলো ইডি। এই একইদিনে তলব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এরআগেও তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীন অভিষেককে তলব করেছিল সিবিআই , তখন প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে মুখের উপর জবাব পাঠিয়েছিলেন তিনি।
সূত্রের খবর , এদিন সন্ধ্যায় অভিষেককে আগামী ১৩ই সেপ্টেম্বর সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছেন ইডি। তবে কোন মামলায় বা কোন সময় সেসব তথ্য প্রকাশ করা হয়নি। তবে অনুমান , পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে। কারণ গতমাসে পুর নিয়োগ দুর্নীতি কান্ডে শুনানির সময় লিপ এন্ড বাউন্স কোম্পানি মামলায় অভিষেককে কেন জেরা করা হচ্ছে না , তা নিয়ে ইডিকে তুলধোনা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অনুমান , এবার তৃণমূল সাংসদকে সেই মামলাতেই তলব করেছে ইডি।
এদিকে এই নোটিস আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেকথা প্রকাশ্যে আনেন। এরপরই প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে অভিষেক বলেন,’কাপুরুষোচিত’ পদক্ষেপ! ইডি আর কিছু না পেয়ে এখন বিরোধীদের বৈঠক আটকাতে ব্যস্ত। শেম শেম! এসব আর কিছুই নয় , ইন্ডিয়াকে ভয় পেয়ে এখন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থার পরিকল্পনা। ওই ৫৬ ইঞ্চি ছাতি দেখানো সাহেবের এরথেকে বেশি কিছুই করার নেই’। তবে আগামী ১৩ই সেপ্টেম্বর অভিষেক ইডি দফতরে হাজিরা দিতে যাবেন কি না সেবিষয় কোনো তথ্য প্রকাশ করা হয়নি।