23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আবাসন দুর্নীতি মামলায় এবার নুসরাতকে তলব ইডির

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল অভিনেত্রী নুসরত জাহানের নামে। আর এবার সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করল ইডি। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তৃণমূল সাংসদ নুসরত জাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়াও যেই সংস্থার নামে দুর্নীতি করার অভিযোগ উঠেছে সেই সংস্থার ডিরেক্টর কেও তলব করেছে ইডি।

    ২০১৪-১৫ সালে নুসরত যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলে অভিযোগ ওঠে। এই খবর সামনে আসার পরেই বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বিভিন্ন অভিযোগকারীদের একত্রিত করে স্থানীয় গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে গিয়ে একটি অভিযোগ দায়ের করেন ।

    এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই ঘটনা তদন্ত নেমে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করার পর অভিযুক্ত তৃণমূল সাংসদ নুসরত জাহানকে ডেকে পাঠানো হয়েছে। তার সঙ্গেই তলব করা হয়েছে অভিনেত্রী রূপলেখা মিত্রকে। তাকে ১৩ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তলব করা হয়েছে রাকেশ সিংকেও। অবশ্য এই বিষয়ে তৃণমূল সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img