23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নুসরাতের পর টলিপাড়ার আরেক অভিনেত্রীকে তলব ইডির

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গতকালই ফ্ল্যাট বিক্রি প্রতারণার মামলায় অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে ডেকে পাঠিয়েছিল ইডি। এরপর এই একই মামলায় এবার অভিনেত্রী রূপলেখা মিত্রকে ডেকে পাঠাল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির রাকেশ সিং এবং নুসরত জাহানের মতই ডিরেক্টর পদে ছিলেন রূপলেখাও। 

    ওই সংস্থার ডিরেক্টর থাকাকালীন ২০ কোটি টাকা বেআইনি লেনদেনের সঙ্গে জড়িত বলে গড়িয়াহাট থানায় এইআইআর (FIR) দায়ের হয়েছিল নুসরতের বিরুদ্ধে। আর এদিকে ওই একই সংস্থায় ২০১১ সালে ডিরেক্টর পদে যোগ দেন রুপলেখা। এই রুপলেখাও টলিউডের এক জনপ্রিয় মুখ।

    আর এই ঘটনার তদন্তে নেমে রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে কোটি কোটি টাকা নয়-ছয়ের ঘটনায় রূপলেখার কী ভূমিকা ছিল? তা খতিয়ে দেখতে চান ইডি। তাই এদিন ইডি র তরফ থেকে তলব পাঠানো হয়েছে। সমস্ত নথি নিয়ে আগামী সপ্তাহে ইডি’র সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img