23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি, যাদবপুর কাণ্ডে শুভেন্দুকে মুখের উপর জবাব শিক্ষামন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় আজ উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। নিজেদের ১৩ বিধায়ককে নিয়ে অধিবেশন ওয়াকআউটও করে বিজেপি। এরপরই গোটা বিক্ষোভের জবাব দেয় শিক্ষামন্ত্রী। একইসঙ্গে যাদবপুরের ঘটনার জন্য রাজ্যপালই দায়ী বলে মন্তব্যও করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তাতে পাল্টা আক্রমণ শানায় শুভেন্দু অধিকারী। অধিবেশন শেষ সাংবাদিক বৈঠক করে বিজেপিকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

    এদিন বিধানসভায় শুভেন্দু দাড়িয়ে দাবি করেন ব্রাত্য বসু মুক্তচিন্তাকে সমর্থন করছেন মানে র‍্যাগিংকে সমর্থন করছেন। আর এই প্রসঙ্গেই থেকে বেরিয়ে ব্রাত্য বসু জানিয়েছেন,’বিশ্ববিদ্যালয়গুলি চিরকালই মুক্তচিন্তার জায়গা ছিল। আর চিরকাল সেটাই থাকবেই। কিন্তু তাই বলে মুক্ত চিন্তা মানে স্বেচ্ছাচারিতা নয়।’

    একইসঙ্গে বিজেপিকেও একহাত নিয়ে তিনি জানিয়েছেন, ‘বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপি মনে করছে রাজনৈতিকভাবে ওরা বিশ্ববিদ্যালয়ের দখল নিতে পারবে। যেভাবে জেএনইউ থেকে শুরু করে দেশের সব পাঁচতারা বিশ্ববিদ্যালয়গুলিকে কুক্ষিগত করার চেষ্টা করেছে।’

    এরপরেই তিনি ব়্যাগিংয়ের প্রসঙ্গে জানিয়েছেন, ‘ এই ব়্যাগিংয়ের ঘটনায় যারা দোষী আমি তাদেরকেই দোষারোপ করতে চাই। আমি আলাদাভাবে কারোর নাম নিতে চাই না। পুলিশ তদন্ত করছে ইতিমধ্যে ১৩ জনের বেশি গ্রেফতার হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের একটি আখড়া চলছিল। এমনকি আমি এটাও বুঝতে পারছি না কেন গাইডলাইনে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা উল্লেখ থাকলেও কর্তৃপক্ষ সেটা লাগাতে চাইছেন না।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img