নিজস্ব প্রতিনিধি, কলকাতা- বিগত কয়েকদিন ধরেই রাজ্য-রাজ্যপাল বিরোধ চরমে উঠেছে। ইস্যু মূলত একটাই-‘উপাচার্য নিয়োগ’। একদিকে রাজ্যপাল (Governor) যেমন বাক্যবাণ ছুঁড়ছেন, তেমন প্রত্যুত্তর পাচ্ছেন শিক্ষামন্ত্রীর থেকেও। এদিন মধ্যরাত পর্যন্ত নতুন কান্ড দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মন্তব্যের পাল্টা ‘জবাব’ দিয়ে ট্যুইট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম না করে ‘ভ্যাম্পায়ার’ বলে উল্লেখ করলেন রাজ্যপালকে। যা দ্বন্দ্বের আগুনে ঘি ঢালার মতো কাজ করল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ( C.V.ANAND BOSE ) বলেন, ‘‘আজ রাত ১২ পর্যন্ত অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।’’ এরপরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘‘সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন ভ্যাম্পায়ার এসেছে। শহরবাসী দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ অনুযায়ী, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’’
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজপাল সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠেছে।গতকাল রাজ্যের ৩১ টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডেকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে ১২ জন রেজিস্ট্রার ছাড়া সকলেই গরহাজির ছিলেন। এরপর শিক্ষামন্ত্রী দাবি করেছেন, রাজ্যপালের তরফে ‘নিষেধবাণী’ পাবার পরেই রেজিস্ট্রাররা গরহাজির। তবে এখানেই শেষ নয়। তাদের না আসার কারণ জানতে চেয়ে প্রত্যেককে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। এমনকি সোমবারের মধ্যে জবাব দিতে হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। তবে এই সবের মাঝে শিক্ষার মান আদতে কোথায় যাবে সেই নিয়ে প্রশ্ন উঠেছে আমজনতার মনে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।