23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ফরতাবাদ শ্যুটআউট কান্ডে নিহত শাহিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন নওশাদ

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – গত ১৪ অগস্ট রাতে গড়িয়ার ফরতাবাদ মোড়ের কাছে শ্যুটআউটে প্রাণ হারায় বছর ২৬-এর শাহিদ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাত ১২তা নাগাদ কামালগাজি ফরতাবাদ এলাকায় হঠাৎই বিকট শব্দ কানে আসে বাসিন্দাদের। রাস্তায় বেরিয়ে এসে তারা দেখেন আবাসনের মেন গেটের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যুবকের দেহ। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

    এর পর পেরিয়ে গেছে ২৮ দিন। ঘটনার তদন্ত এখনও শুরু করেনি নরেন্দ্রপুর থানার পুলিশ।

    আর এবার সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এদিন সকালে শাহিদের বাড়িতে যান নওশাদ। দেখা করেন তাঁর পরিবারের সদস্যদের সাথে। কথা বলেন শাহিদের বাবার সাথে।

    নওশাদ পরিষ্কার ভাষায় বলেন, ‘এটা কোনও রাজনৈতিক বিষয় নয়। আমি রাজনীতির জন্যে আসিনি। এটা মানবিকতার বিষয়। পুলিশ কোনও দায়িত্ব পালন করছে না। সবাই দলদাসে পরিণত হয়েছে’।

    একই সাথে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সাহিদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এই পরিবার যাতে বিচার পান তার জন্য আইনজীবীর সাথে কথাও বলবেন বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকি।

    এদিকে এদিন কার্যত পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করান নিহত শাহিদ মণ্ডলের বাবা। তিনি দাবি করেন, ‘ছেলের খুনে পুলিশের হাত রয়েছে। ১৪ই আগষ্ট রাতে খুন হন সাহিদ। ঘটনার পর ২৮ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি’। পুলিশি তদন্তে আর আস্থা রাখতে পারছেন না বলেও এদিন জানান তিনি। সিবিআই তদন্ত চেয়ে এবার আদালতের দারস্থ হবে পরিবার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img