23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘যো ডর গ্যায়া, ও মর গ্যায়া’, ধূপগুড়ি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটকে তোপ ফিরহাদের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- সামনেই ধূপগুড়ি উপনির্বাচন। ভোট প্রচারের প্রায় শেষ লগ্ন এসে উপস্থিত। তবে এই আবহেই সব পক্ষের তরফে ভোট প্রচার জোর কদমে চলছে। এদিন তৃণমূলের তরফে ভোট প্রচারের মধ্যে একের পর এক বড় প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাম- কংগ্রেস জোট নিয়ে তোপ দাগলেন তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম

    এদিন সাংবাদিকদের সামনে ধূপগুড়ির বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের মঞ্চে করা শপথ নিয়ে বাম নেতৃত্বকে তোপ দেগে ফিরহাদ বলেন, এত ভয় কেন? যো ডর গ্যায়া ও মর গ্যায়া। নিজের প্রার্থীর উপর বিশ্বাস রাখতে হয়, যদি না রাখতে পারেন তাহলে নেতৃত্ব পদ থেকে সরে যান। টিকিট দিচ্ছেন আবার শপথও করিয়ে নিচ্ছেন, এতো ভয় কেন?

    গতকাল মহম্মদ সেলিম ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে যান। সেখানে সভামঞ্চ থেকে বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় শপথ করেন তিনি কখনও দল পরিবর্তন করবেন না। বলেন, “আমি বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে শপথ করছি আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন ৫ সেপ্টেম্বরও আশীর্বাদ করবেন। আপনাদের ছেড়ে আমি কোনওদিন কোনওভাবেই অন্য কোনও রাস্তায় যাব না। যাব না।”

    প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে হয় উপনির্বাচন। সেখানে সাগরদিঘির বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে ভোটে যেতেন বাইরন বিশ্বাস। এরপর তিন মাস না যেতে যেতেই তৃণমূলে যোগদান করেন তিনি। তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নেন তিনি। দাবি করেন, আজীবন তিনি তৃণমূল মনষ্ক ছিলেন। টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যান। এই ঘটনার পর কার্যত কংগ্রেসকে সমালোচনার শিকার হতে হয়। আর সেই মেঘ সরাতেই ধূপগুড়ি উপনির্বাচনের বাম-কংগ্রেস জোটের প্রার্থী দল পরিবর্তন না করার শপথ নেন। আর নিয়েই এদিন বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img