নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আজ ফের সমাবেশ ধর্মতলায়। খাদ্য আন্দোলনের স্মরণে বৃহস্পতিবার ধর্মতলায় সমাবেশের ডাক দিল বামফ্রন্ট। প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন হাওড়া, শিয়ালদা-সহ শহরের পাঁচ জায়গা থেকে পাঁচটি মিছিল এসে সমাবেশ সম্পন্ন হবে ধর্মতলা চত্বরে। সব মিলিয়ে সমাবেশ নিয়ে বেশ উত্তেজনা তৈরী হয়েছে বামকর্মীদের মধ্যে।
সূত্রের খবর , উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় খাদ্য আন্দোলনের স্মরণে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে ।তবে মূলত দক্ষিণবঙ্গ থেকে বাম কর্মী সমর্থকেরা আসবে ধর্মতলার সমাবেশে। কিন্তু এই সমাবেশের উদ্দেশ্য শুধুমাত্র শহিদ স্মরণ নয়। মূলত বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দারিদ্র, টাকার দামের পতন, বৈষম্যের প্রতিবাদ-সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই সমাবেশ। প্রতিবছরই এই দিনে বিশেষ কিছু কর্মসূচি করা হয় বামেদের তরফে। এবারেও ব্যতিক্রম হলো না।
এদিন মঞ্চে উঠে সমাবেশের প্রধান বক্তা মহম্মদ সেলিম বলেন, ‘আমার-আপনার ঘরে আলো, পাখা জ্বলবে না। জ্বালানির জন্য লড়াই করতে হবে। ‘দক্ষিণপন্থীরা’ এমন ভাবে ‘ফিনান্স’-এর ব্যবহার করছে যাতে ‘ফুড’ বা পুরো খাদ্যের অধিকারই তাঁদের হাতে চলে যায় । মঞ্চে বিমান বসু বলেন, বাংলায় বিজেপিকে হাত ধরাধরি করে নিয়ে এসেছে তৃণমূল। তাই বামপন্থীরা জানে বাংলার মানুষের অধিকার আদায় করতে হলে এর বিরোধীদের তাড়াতে হবে।
প্রসঙ্গত , ১৯৫৯ সালে বামেদের নেতৃত্বে খাদ্য আন্দোলন হয়। এই আন্দোলনে ৮০ জনের বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়। এই দিনটিকে স্মরণের উদ্দেশ্যে প্রতিবছর বিশেষ বিশেষ কর্মসূচি রাখে বামেরা। প্রতিবার সমাবেশ করা না হলেও সুবোধ মল্লিক স্কোয়ারে শ্রদ্ধা জানাতে যান বামনেতারা। এবছরের আগে বামেরা ২০০৯ এ শেষ সমাবেশ করেছিলো। তারপর ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কাছে গেলে আর হয়নি এই সমাবেশ। এবার ফের ১৪ বছর পর সমাবেশের আয়োজন করা হয়েছে বামেদের তরফে।