নিজস্ব প্রতিনিধি , প্যারিস – শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের পোশাক নিয়ে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স প্রশাসন। সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরায় নিষেধাজ্ঞা জারি করলো ফ্রান্স প্রশাসন। এদিন এই বিষয়ে ঘোষণা করে বিস্তারিত তথ্য জানিয়েছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল। আশঙ্কা করা হচ্ছে , দেশে বাড়বাড়ন্ত জঙ্গিবাদ আটকাতে এবং জঙ্গিবাদের প্রতি কড়া মনোভাব প্রকাশ করতেই এই বার্তা ফ্রান্সের।
এদিন গ্যাব্রিয়েল আটাল ঘোষণা করে জানিয়েছেন, ‘এবার থেকে স্কুলে আর আবায়া পড়া যাবে না। কেউ ক্লাসে এলে যেন তাদের পোশাক দেখে ধর্ম না বোঝা যায়’। আগামী সেপ্টেম্বর থেকে ফ্রান্সের নতুন স্কুলের মরসুম শুরু। নতুন মরসুম থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত , আবায়া মুসলিম মেয়েদের শরীর ডেকে রাখার জন্য ঢিলেঢালা এক ধরণের পোশাক। গত ২০০৪ সালে স্কুলে হিজাব পড়া নিষিদ্ধ করেছিল ফ্রান্স প্রশাসন। এরপর ২০১০ সালে ফ্রান্সে প্রকাশ্যে মুখঢাকা পোশাক পরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরই বেশ কয়েকবার ফ্রান্স জুড়ে দেখা দিয়েছে জঙ্গিবাদের মাথাচাড়া। এমনকি পরপর ৩ বার কোরান পুড়িয়ে বিক্ষোভও হয়েছে ফ্রান্স। সেই সব বিতর্কের মধ্যেই আরও কড়া পদক্ষেপ গ্রহণ করলো ফ্রান্স প্রশাসন।