23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রাত পোহালেই জি-২০ সম্মেলন , নিরাপত্তায় মোতায়েন এনএসজি-কমান্ডো সহ সারফেস মিসাইল

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – রাত পোহালেই দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। চলতি বছরে জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। এই উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লিকে। ইতিমধ্যেই জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বিদেশি রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিদের জন্য দিল্লির তাবড় তাবড় ৩০ টি হোটেল বুক করা হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ও চীনের প্রেসিডেন্ট এই সম্মেলনে অংশ নেবেন না বলে জানা গেছে। এদিকে আগামী মাসেই গোপন বৈঠক বসছে রাশিয়া-চীন। যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে ইতিমধ্যেই ভারতে হাজির হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এদিকে নিরাপত্তার জন্য ভূমি থেকে আকাশ , একবারে চক্রবুহ বানিয়ে ফেলেছে ভারত

    সূত্রের খবর , এই জি-২০ গোষ্ঠীর ১৯ টি দেশ হল – ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক। এই দেশগুলির প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানই জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসবেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসবেন না। তার পরিবর্তে অংশ নেবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এরমাঝেই রাশিয়ার পর চীনের প্রেসিডেন্টও এই বৈঠকে আসবেন না বলে জানা যাচ্ছে।

    চলতি বছরে এই ১৯ টি দেশ ছাড়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন ইউরোপীয় ইউনিয়নের প্রধানরা। পাশাপাশি বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানরা বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাঙ্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব শ্রম সংস্থা, ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রধানরাও উপস্থিত থাকবেন।

    এছাড়াও আফ্রিকান ইউনিয়ন, আশিয়ান, আফ্রিকান ইউনিয়ন ডেভেলপমেন্ট এজেন্সি, আন্তর্জাতিক সৌর জোট, কোয়ালিশন ফর ডিসাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছ ভারত। জি-২০ সম্মেলন চলাকালীন মোতায়েন থাকছে সুখোইরাফাল যুদ্ধবিমান। থাকছে কাউন্টার ড্রোন সিস্টেম, আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম। দিল্লি ও আশেপাশের এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকছে বায়ুসেনা, ওয়েস্টার্ন ও সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের উপর। এদিকে শেষ মুহূর্তে মোতায়েন করা হয়েছে এয়ার সারফেস মিসাইলও। দিল্লির অভিজাত হোটেলগুলির ৪০০ টি রুম, ২ হাজারের বেশি রাঁধুনিকে বুক করা হয়েছে।

    সূত্রের খবর , আইটিসিসি মৌর্য হোটেলের ১৪তম তলে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার নিরাপত্তার জন্য প্রতিটি তলায় উপস্থিত থাকবেন ‘আমেরিকান সিক্রেট সার্ভিস’-এর কমান্ডোরা। এছাড়া তাজ প্যালেসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, স্যাংগ্রিলা-য় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইম্পেরিয়াল হোটেলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ, ইম্পেরিয়াল-এ জার্মান প্রতিনিধিদের দল থাকবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img