নিজস্ব প্রতিনিধি , বেজিং – অবশেষে জল্পনার অবসান। আগামী ৯-১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। চলতি বছর জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। এই জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসবেন না। তা আগেই জানানো হয়েছিল। তবে তার পরিবর্তে জি-২০ সম্মেলনে কে অংশ নেবেন, এবার তা সরকারিভাবে ঘোষণা করল চীন।
রাজধানী দিল্লিতে ১৮ তম জি-২০ এর শীর্ষ সম্মেলনের আসর বসতে চলেছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিবর্তে চীনের প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী লি কিয়াং যোগ দেবেন। চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে নয়াদিল্লিতে আগামী ৯ এবং ১০ ই সেপ্টেম্বর ১৮ তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াং’।
উল্লেখ্য , চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভারতে জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন না। তার পরিবর্তে আসছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ।