23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রাষ্ট্রপতির নৈশভোজে উপস্থিত মমতা-নীতিশ , অনুষ্ঠান বয়কট কংগ্রেসের

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বিশ্বের মহা শক্তিধর ২০ টি দেশকে নিয়ে দিল্লির বুকে চলছে ২ দিনের জি-২০ সম্মেলন। আজ তার শেষ দিন। সম্মেলন শুরুর প্রথম দিনেই দেশ-বিদেশের সমস্ত অতিথিদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবারই দিল্লি উড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল সেই নৈশভোজে একসঙ্গে দেখা গেল পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তবে এদিন ছিলেন না কংগ্রেস শাসিত রাজ্যের তিন মুখ্যমন্ত্রী। তবে কি রাষ্ট্রপতির অনুষ্ঠান অনুষ্ঠান বয়কট করলো কংগ্রেস!

    রাষ্ট্রপতির আয়োজিত শনিবারের এই নৈশভোজে একসঙ্গে খোশমেজাজে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এরমধ্যে বেশ চমকের বিষয় হলভ, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এই বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে হাসিহাসি মুখ করে ছবি তুলছেন। সেই ছবি আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    শনিবার এই অনুষ্ঠান আসেনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই নিয়েও শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি নতুন রাজনৈতিক সমীকরণ? তবে চলতি সপ্তাহেই আবার বসবে ইন্ডিয়া জোটের বৈঠক।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img