23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ব্যাটন হস্তান্তর , আগামী বছর ব্রাজিলে বসবে জি-২০ এর আসর

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – আন্তর্জাতিক জি-২০ সম্মেলনের লক্ষ্যে কনের সাজে সেজে উঠেছিল দিল্লি। গতকাল ও আজ মিলে অবশেষে সম্পন্ন হলো দিল্লির বুকে জি-২০ এর আসর। একে একে ভারত ছাড়ছে বিদেশি রাষ্ট্রপ্রধানরা। নিজ নিজ রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রীরাও। এযেন অনেকটা দেবী বিসর্জনের মতো। তবে এই আন্তর্জাতিক জি-২০ সম্মেলন গোটা বিশ্বের বুকে ভারতকে নয়া রূপে দেখা গেছে। যে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি মহা শক্তিশালী দেশগুলি। ২ দিন শেষে আজ দিল্লিতে শেষ হয়েছে জি-২০ এর আসর। সম্মেলন শেষের আগে মুল কাজ ছিল ব‍্যাটন হস্তান্তর। অর্থাৎ আগামী বছর কোন দেশ জি-২০ সম্মেলনে নেতৃত্ব দেবে? এদিন তাও চূড়ান্ত হয়ে গেল।

    নিয়মমাফিক , আগামী বছর জি-২০ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এদিন দিল্লিতে অনুষ্ঠানের সমাপ্তি পর্বে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে জি-২০ এর ব্যাটন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই ব্রাজিলের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান মোদি।

    দায়িত্ব হস্তান্তরের পর ব্রাজিলের প্রেসিডেন্টকে উদেশ্য করে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের দীর্ঘ বিশ্বাস ব্রাজিল পরম নিষ্ঠা ও বিশেষ দৃষ্টিভঙ্গির সঙ্গে আগামী বছরের জি-২০ সম্মেলনে নেতৃত্ব দেবে। বিশ্বব্যাপী ঐক্যের পাশাপাশি সমৃদ্ধি আরও বৃদ্ধি করবে। আগামী জি-২০ সম্মেলনের জন্য ব্রাজিলকে পূর্ণ সাহায্য করবে ভারত সরকার’। তবে বর্তমানে জি-২০ নাম থাকলেও চলতি বছরে আফ্রিকা ইউনিয়নের যোগ দেওয়ার জি-২০ গোষ্ঠীর সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ২১।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img