নিজস্ব প্রতিনিধি , দিল্লি – দীর্ঘ প্রতীক্ষার পর আজ ও আগামীকাল দু-দিনব্যাপী রাজধানী দিল্লির বুকে বসেছে জি-২০ সম্মেলনের আসর। এই সম্মেলন উপলক্ষ্যে কনের সাজে সেজে উঠেছে গোটা দিল্লি। যা দেখে পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো চমকে গেছে গোটা বিশ্ববাসী। ভারতে অনুষ্ঠিত হওয়া এই জি-২০ সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। আজ দেশ-বিদেশের সমস্ত অতিথিদের নিয়ে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভারত মন্ডপে। একইসঙ্গে নৈশভোজের সঙ্গে চলছে বিশেষ সঙ্গীতানুষ্ঠানও।
জি-২০ সম্মেলন উপলক্ষ্যেই তৈরি হয়েছে এই ভারত মন্ডপ। সেখানেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে নৈশভোজের অনুষ্ঠান। সেই নৈশভোজ চলার সঙ্গে সঙ্গেই প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে বাজানো হচ্ছে রুদ্রবীণা, রাবণহাথা, তবলা, পিয়ানোর মতো একাধিক বাজনা , যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারক-বাহক। এদিন এই গোটা অনুষ্ঠানের দায়িত্বে রয়েছে ‘গান্ধর্ব আরাধ্যম’ নামের একটি দল।