নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গতকালই শেষ হয়েছে জি-২০ সম্মেলনের আসর। যে সম্মেলনের নেতৃত্বে ছিল ভারত। সম্মেলন শেষের পর রবিবার একে একে দেশে ফিরেছেন সমস্ত দেশের রাষ্ট্রনেতারা। কিন্তু একমাত্র দেশে ফিরতে পারলেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আর এরমধ্যেই মাথাচাড়া দিয়েছে খালিস্থানি বিতর্ক।
সূত্রের খবর , রবিবার সম্মেলন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর সূচি অনুযায়ী রাত ৮টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছে যান তিনি। কিন্তু সেই সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
তৎক্ষণাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় , যান্ত্রিক ত্রুটি সামলে বিমান উড়তে দীর্ঘক্ষণ সময় লাগবে। যতক্ষণ না পর্যন্ত বিমানের ত্রুটির সমাধান হয় ততক্ষণ পর্যন্ত দিল্লিতেই থাকবেন তিনি। এদিকে এই সুযোগে ট্রুডোর কাছে খালিস্থানি ইস্যুতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি।