নিজস্ব প্রতিনিধি , দিল্লি – সেজে আগেই উঠেছে দিল্লি। নিরাপত্তার লক্ষ্যে আকাশ-বাতাস তোলপাড় করে ফেলছে ভারতীয় সেনা। সামান্য মাছি গলারও ফাঁক নেই। নিরাপত্তার লক্ষ্যে মোতায়েন করা হয়েছে মিসাইল পর্যন্ত। আর মাত্র কয়েক ঘন্টা , তারপরই রাত পোহালেই রাজধানী দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলনের মেগা আসর। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী রাত নামতেই দিল্লিতে এসে পৌঁছেছেন একেরপর এক রাষ্ট্রনেতারা।
এখনো পর্যন্ত দিল্লিতে এসে পৌঁছেছেন –
সর্বপ্রথম ভারতে এসে পৌঁছেছে ভারতের অন্যতম বন্ধু তথা প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাকে দিল্লি বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ও বস্ত্র মন্ত্রী দর্শনা জারদোস।
এরপর সন্ধ্যা নামতেই ভারতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দিল্লি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভিকে সিং।
ইতিমধ্যেই ভারতে পা রেখেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এদিন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ইস্পাত ও গ্রামীণ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তে।
সম্মেলনে যোগ ভারতে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে।
এদিন সন্ধ্যায় ভারতে এসেছেন কমোরোস ইউনিয়নের প্রেসিডেন্ট তথা আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসুমানি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন রেলওয়ে, কয়লা ও খনি দফতরের রাষ্ট্রমন্ত্রি রাওসাহেব পাতিল দানভে।
ইতিমধ্যেই ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী অশ্বীনী কুমার চৌবে।
এছাড়াও দিল্লিতে পা রেখেছেন ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছেরাও ভারতে এসেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল দানভে।
জাপানের পর দিল্লিতে পা রেখেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সইদ। তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে।এছাড়াও ভারতে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ।
সবশেষে দিল্লিতে পরিবেশ করেছেন রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গাতেরাস।তাকেও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান হয়। তবে এখানেই শেষ নয়। আজ মধ্যরাতেও ভারতে আসছে একগুচ্ছ রাষ্ট্রনেতারা। সব মিলিয়ে গোটা দিল্লিতে এখন উৎসবের আমেজ।