নিজস্ব প্রতিনিধি , দিল্লি – হাতে মাত্র ১টা দিন। তারপরই আগামী ৯-১০ই সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। চলতি বছরে জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। এই উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী। জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। আজই ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসবেন। এবার দেখে নিন , কীভাবে তৈরি করা হয়েছে জি-২০ সম্মেলনে অনুষ্ঠানের সূচি।
সূত্রের খবর , আগামী ৯ই সেপ্টেম্বর অর্থাৎ জি-২০ সম্মেলনের প্রথম দিন সকাল ৯টা নাগাদ দিল্লির প্রগতি ময়দানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘড়ির কাঁটায় সকাল ১০টা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা আসতে শুরু করবেন। প্রত্যেক রাষ্ট্রনেতাকে গাড়ি থেকে ভারত মন্ডপের ভিতর পর্যন্ত নিয়ে গিয়ে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। এরপর বিশেষ মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। জি-২০ সম্মেলনের প্রথম দিনেই একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।
আগামী ৯ সেপ্টেম্বর রাতে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নৈশভোজের আতিথেয়তার দায়িত্বে আছেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নৈশভোজের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিট থেকে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের পাশাপাশি যোগ দেবেন সকল মন্ত্রী, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তারা সংসদ চত্বর পর্যন্ত নিজের গাড়ি নিয়ে যেতে পারবেন। এরপর শাটল গাড়ি ও বাসে করে প্রগতি ময়দানের ভারত মন্ডপে যেতে হবে তাদের। তারপরই সেখানে রাষ্ট্রপতি প্রত্যেককে অভ্যর্থনা জানাবেন।