23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিহারের লিট্টি চোখা থেকে বাংলার রসগোল্লা , জি-২০ সম্মেলনে রাজকীয় খাবারের মেনু

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – রাত পোহালেই রাজধানীর বুকে শুরু জি-২০ সম্মেলন। সেই উপলক্ষ্যে নিরাপত্তার চক্রবুহে ঢেকে দেওয়া হয়েছে দিল্লিকে। শুরু হয়ে গেছে বিদেশি অতিথিদের আগমন। জি-২০ সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও চলে এসেছে একাধিক দেশের রাষ্ট্রনেতারা। আগামী ২ দিনে তারা থাকবেন দিল্লিতে। সেই উপলক্ষ্যে যেমন তাদের রাজকীয় ভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে , ঠিক তেমনই তাদের জন্য রাজকীয় খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

    সূত্রের খবর , বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের জন্য দেশের বিভিন্ন প্রান্তের বিখ্যাত খাবার থাকছে মেনুতে। তবে মাছ-মাংস-ডিম কোনটাই থাকছে না , অর্থাৎ , বিদেশি অতিথিদের জন্য থাকছে পুরোপুরি নিরামিষ খাবার। আপাতত জয়পুর হাউসে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের দ্বিপ্রাহরিক ভোজের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত থাকবে এই খাবারের ব্যবস্থা।

    এবার দেখে নিন খাদ্য তালিকায় আসলে কি কি মেনু রয়েছে। দেশি ও বিদেশি অতিথিদের জন্য খাবারের তালিকায় থাকছে -কফি, চা, মিষ্টি, কেক, চকোলেট, ফুচকা, চটপটি চাট, দহি ভাল্লা, সিঙ্গাড়া, মিলেট রাইস, মিলেট থালি, মিলেট ইডলি, রাজস্থানের ডাল বাটি চুরমা, দক্ষিণ ভারতের বিশেষ মশালা ধোসা, বিহারের লিট্টি চোখা ও বাংলার রসগোল্লা

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img