নিজস্ব প্রতিনিধি , দিল্লি – মহা সাড়ম্বরে গতকাল দিল্লির বুকে ২ দিনের জন্য অনুষ্ঠিত হয়েছে জি-২০ সম্মেলন। আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের শুরুতেই দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আজ রাজঘাটে তাদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রথমে রাজঘাটে আসেন বাংলাদেশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে একে একে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন , ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক , ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো , দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা , দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল , ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও , জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদ , ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এছাড়াও রাজঘাটে আসেন , তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান , স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো , রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ , জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলৎজ , ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল , ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন , কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো , চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই শ্রদ্ধা জ্ঞাপনের পর আজ শুরু হয়েছে দ্বিতীয় ও শেষ দিনের সম্মেলন।