নিজস্ব প্রতিনিধি , দিল্লি – আজ ও আগামীকাল , ২ দিনের জন্য রাজধানী দিল্লিতে বসেছে জি-২০ সম্মেলনের আসর। যাকে ঘিরে নয়া কনের সাজে সেজে উঠেছে দিল্লি। চলতি বছরে ভারতে অনুষ্ঠিত এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। এদিন সম্মেলন শুরুর প্রথম দিনেই জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণ মঞ্চ থেকেই বিশ্ব থেকে অবিশ্বাস আর হিংসায় বাতাবরণ দূর করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘জি-২০ সম্মেলনের সভাপতি হিসেবে সমস্ত দেশগুলোর কাছে ভারতের আবেদন বিশ্বজুড়ে তৈরি হওয়া অবিশ্বাস আর হিংসার বাতাবরণ দূর করুন। আমাদেরও বিশ্বাস এবং ভরসার জায়গা তৈরি করতে হবে। এই পরিস্থিতিতে সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশই এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। উত্তর-দক্ষিণের বিভেদই হোক বা পূর্ব-পশ্চিমের দুরত্ব, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, খাদ্য সঙ্কট, স্বাস্থ্য সব বিষয়েই আমাদের একযোগে সমস্যার সমাধান খুঁজতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের এটা করতেই হবে। যেমন ভাবে করোনা মহামারীকে আমরা প্রতিহত করেছি।