নিজস্ব প্রতিদিন , মুম্বই – বলিউডের প্রথম সারির জুটি রিতেশ এবং জেনেলিয়া। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে কাজ করার সময় প্রেমে পড়েন তারা। ৯ বছর প্রেম করে ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকে দীর্ঘদিন কাজ থেকে দূরে ছিলেন জেনেলিয়া। তবে ক্যামেরার সামনে প্রায়ই দেখা যেত রিতেশ এবং জেনেলিয়াকে। এরই মাঝে শোনা যাচ্ছে ফের মা হতে চলেছেন জেনেলিয়া।
২০১৪ সালে প্রথম পুত্র সন্তান রিয়ান হয় রিতেশ এবং জেনেলিয়ার। তারপর ২০১৬ সালে আবার দ্বিতীয় পুত্র সন্তান রাহিল হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে দেখা যায় রিতেশ এবং জেনেলিয়াকে। জেনেলিয়ার পরনে ছিল ঢিলে বেগুনি রঙের জামা। ক্যামেরাম্যানদের দেখে বার বার নিজের পেটে হাত দিছেল অভিনেত্রী। যেন সন্তানকে আগলে রাখেছেন। আর সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন একজন লিখছেন, “জেনেলিয়া আবার প্রেগন্যান্ট? আমি খুব খুশি ওর জন্য?” ওপর আরেকজন লিখেছেন, “দুই সন্তানের পর তৃতীয় বাচ্চা! ওয়াও।” তবে এই বিষয়ে তাদের তরফ থেকে এখন কিছু জানানো হয়নি। সময়ই বলবে কতটা ঠিক বা ভুল।