নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মন্দারমনিতে। রামনগর বিধানসভার মন্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় এদিন। এই খবর জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন সকালে স্থানীয় মানুষ যারা বোতল কুড়াতে যান তারাই প্রথম বোল্ডারগুলির ওপর এই যুবতীর দেহ দেখতে পান। পরে স্থানীয়রা দীঘা মন্দারমনি কোস্টাল থানাকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে স্থানীয় মানুষরা জানিয়েছেন এই মৃতদেহটি এখানকার নয় কেউ তাকে বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন।
যদি বা পুলিশের তরফ থেকে এখনও তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ধরনের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মনে।
আসলে সমুদ্রের এই মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং সেই সঙ্গে রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনাও বাড়ছে। এতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। তাই তাঁদের দাবি অবিলম্বে সেখানে রাস্তায় আলো দিতে হবে।