নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে তদন্ত চলছে জোর কদমে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছে প্রাক্তনীসহ মোট ১৩ জন। জিজ্ঞাসাবাদও করা হয়েছে একাধিক জনকে। এই আবহেই এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে জরুরি তলব করল রাজ্যপাল। বৃহস্পতিবারেই এই বৈঠক হয়।
সূত্রের খবর , এদিন রাজভবনে উপস্থিত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ। এই সংকটকালীন পরিস্থিতিতে কোন পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে পর্যালোচনা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং উপাচার্য বুদ্ধদেব সাউয়ের মধ্যে। এমনটাই জানা যাচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কি করা উচিত সেই নিয়ে উপাচার্যকে পরামর্শ দিয়েছেন বলে খবর।
তবে এটা প্রথমবার নয়, এর আগেও যাদবপুর কান্ড নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বসেছিলেন রাজ্যপাল। সেই আলোচনার পরেই তৈরি হয় অ্যান্টি র্যাগিং কমিটি। সেই কমিটি ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করেছে।
উল্লেখ্য , গত ৯ই আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের ব্যালকনি থেকে পড়ে যায় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ভোরেই তার মৃত্যু হয়। এই ঘটনায় সামনে এসেছে র্যাগিং তত্ত্ব। ইতিমধ্যেই হস্টেল সুপার ও ডিন অফ স্টুডেন্টকে জেরা করেছে পুলিশ। জেরা করেছে একাধিক প্রাক্তনীসহ হোস্টেল আবাসিকদের। গ্রেফতার হয়েছে মোট ১৩ জন। তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা পাঠানো হয়েছে ফরেন্সিকে।