23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পদত্যাগ করে বাংলার সেবা করুন , রাজ্যপালকে ফের তোপ দাগলেন মদন মিত্র

    নিজস্ব প্রতিনিধি , হাওড়া – রাজ্যপালের উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক অব্যাহত। ইতিমধ্যেই রাজ্যপাল অভিযোগ জানিয়েছেন ৫ জন উপাচার্যকে হুমকি দিয়ে ইস্তফা দেওয়া করিয়েছে কয়েকজন দুষ্কৃতী। তার সঙ্গে তিনি বলেছেন এর শেষ পযন্ত লড়ে যাবো। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর এর মধ্যেই রাজ্যপালকে কটাক্ষ করলেন মদন মিত্র

    এদিন মদন মিত্র বলেন, ‘বাংলার যিনি বাঘ ছিলো সেই বাংলার বাঘকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমি নোবেল উপাধি নেবো না। কারণ জালিওয়ানাবাগে আমার লক্ষ লক্ষ দেশের মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আমি এই উপাধি তাগ করলাম। তাই আপনাকেও বলছি পদত্যাগ করে বাংলার সেবা করুন।’

    এদিকে, হাওড়ার লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইয়ুথ পুজো কমিটি এবার জনপ্রিয় ওহঃ লাভলি মদন মিত্রকে কেন্দ্র করে নিজেদের ৩৩ তম দুর্গাপুজোর থিম রচনা করতে চলেছে। সেখানে মদন মিত্র এক জমিদার। তিনি বাড়িতে দুর্গাপুজো করছেন। মায়ের মূর্তির পায়ের কাছে থাকছে মদন মিত্রের মূর্তি। জানা গেছে, এবার থিম হিসেবে সাজানো হবে মদন মিত্রের তার ব্যবহৃত ধুতি, পাঞ্জবি, নাগরা জুতো, সানগ্লাস।

    বৃহস্পতিবার দুপুরে এই পুজো ক্লাবে এসে মদন মিত্র বলেন, ‘এই ক্লাবের কথা আমি সারজীবন মনে রাখব। এই যে আমাকে নিয়ে পুজোর থিম করা হয়েছে এতে আমি ভীষন খুশী। আসলে আমি মদন মিত্র আমি যদি কোথাকার রাজা হই তাহলে সেখানে হবে আমরা সবাই রাজা।’

    অন্যদিকে , এদিন দেখা যায় মদন মিত্রের গলা বসে গেছে। আর এই প্রসঙ্গে তিনি বলেন,’এইমাত্র বিধানসভায় মারামারি বাদ দিয়ে সবকিছু হল। বিধানসভায় তো গান গাওয়া যায় না। চেঁচাতে হয়। গত চারদিন ধরে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যাথা হয়ে গিয়েছে। তাই আমার গলার অবস্থা এরকম।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img