নিজস্ব প্রতিনিধি , সিমলা – ফের ভয়াবহ ভূমিধসের সাক্ষী হিমাচল। চোখের নিমেষে হুড়মুড় করে ভেঙে পড়ল খান কয়েক বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার হিমাচলের কুলুতে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১২ জন। স্থানীয় প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই ধসের কারনে স্বাভাবিক যান চলাচল ব্যহত হয়েছে ওই এলাকাজুড়ে।
সূত্রের খবর , অত্যাধিক বৃষ্টি পাতের জেরে বুধবার কুলু থেকে মান্ডি যাওয়ার রাস্তায় ধস নামে। যার জেরে একাধিক বাড়ি মূহুর্তের মধ্যে ভেঙে পড়ে। যার সংখ্যা প্রায় ৭। আর তা নিমেষের মধ্যে তলিয়ে যায় নদী গর্ভে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। আহতের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে সব রকম সাহায্য করা হচ্ছে বলে জানানো হয়েছে। অন্যদিকে বুধবার থেকে আগামী দুদিন সিমলা, সালান, মান্ডি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।
এই পরিস্থিতিতে ফের লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাশাপাশি আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আবারো হড়পা বানের সম্ভবনা রয়েছে বলে মনে করছে মৌসম ভবন। চলতি মাসেই এখনও পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন হিমাচলে।
প্রসঙ্গত , গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টির ফলে বহু জায়গায় ভূমিধসে মাটিতে মিশে গেছে বাড়ি, অফিস, ভবন। মৌসম ভবনের তরফে এই সপ্তাহেই শুরুতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। মঙ্গলবার থেকে তা বাড়ার সম্ভাবনা ছিল। যার জেরে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সব মিলিয়ে ফের ধসের ঘটনায় জেরবার হিমাচল।