23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শ্রীরামপুরে নতুন পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত তৃণমূলের, সঙ্গে মু্খ্যমন্ত্রীর ঘোষিত গান

    নিজস্ব প্রতিনিধি, হুগলী – গতকাল পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব জানান হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন কেউ সমর্থন না করলেও পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করে পথচলতি মানুষকে মিষ্টি মুখ করালো হুগলী জেলার শ্রীরামপুর শহরের তৃণমূল কংগ্রেসের দল। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী ঘোষিত “বাংলার মাটি বাংলার জল” গান।

    সূত্রের খবর, শুক্রবার সকালে শ্রীরামপুরে তৃনমূলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় পথ চলতি মানুষদের। মূলত পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মু্খ্যমন্ত্রীর নেওয়াকে সাধুবাদ জানাতে এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তাঁরা। এদিন তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গীরিধারি সাহা, প্রাক্তন পুরপ্রধান সহ শ্রীরামপুরের পুর পরিষদ। পাশাপাশি সংগীত শিল্পী রাজকুমার রায় মুখ্যমন্ত্রী ঘোষিত গান “বাংলার মাটি বাংলার জল” গেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    এই বিষয়ে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং বলেন “গতকাল মুখ্যমন্ত্রী বাংলা দিবস ঘোষণা করেছেন। আর আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তাই আমরা এবং শিল্পী জগতের মানুষ রাস্তায় নেমেছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে। এই কারনেই শ্রীরামপুর জুড়ে মিষ্টি বিতরণ করা। কে কি বলছে তা আমাদের দেখার দরকার নেই। আমরা ১লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করব সেদিন আমাদের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান হবে।”

    অন্যদিকে, সংগীতশিল্পী রাজকুমার রায় জানান “মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। উনি যেভাবে বাংলা সংস্কৃতিকে তুলে ধরছেন এবং উনি যেভাবে বাংলার মানুষকে সম্মান জানাচ্ছে তার পরে আমার আর কোনো ভাষা নেই তাকে ধন্যবাদ জানানোর। আর ‘বাংলার বায়ু বাংলার জল’ এই গানটি বেছে নেওয়ার জন্যও মু্খ্যমন্ত্রীকে ধন্যবাদ।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img