নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি- ভোটের ডঙ্কা বেজেছে। রাত পোহালেই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। আর আবহেই হাত পা বেঁধে জীবন অবস্থায় বস্তায় ভরে রাখা হলো এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি এলাকার। ওই গৃহবধূকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তদন্ত শুরু করেছে ধূপগুড়ি পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, প্রায় ৫ মাস আগে মধ্য বোড়াগাড়ির বাসিন্দা জীবন বিশ্বাসের সঙ্গে ফুলমালা সরকারের বিয়ে হয়। তবে বর্তমানে জীবন বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকেন। এরপর হঠাৎই রবিবার বিকেল থেকেই ফুলমালা সরকার বিশ্বাস নিখোঁজ হয়ে যান। তার শাশুড়ি অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে প্রতিবেশীদের জানায়। খোঁজাখুঁজি করে তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এদিন সন্ধ্যার পর ওই মহিলাকে বাড়ির জ্বালানি কাঠ,পাট কাঠি মজুত ঘরে কাপড় দিয়ে পা বাঁধা অবস্থায় বস্তার ভিতর দেখতে পায় প্রতিবেশীরা। এরপর পায়ের বাঁধন কেটে বস্তা থেকে সংজ্ঞাহীন অবস্থায় বস্তা থেকে বের করা হয় ওই মহিলাকে।
খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ওই মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।রাতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে উদ্দেশ্যে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ।
এবিষয়ে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদে ভুটিয়া জানান, “মহিলা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দাবি করে মাথায় আঘাত করে তাকে হাত পা বেধে রাখা হয়েছিল।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শীঘ্রই দোষীদের শাস্তি দেওয়া হবে।”